Category Archives: পরিচিতি ও ইতিহাস

ইতিহাস

আমিড়া দাখিল মাদ্রাসা’র ইতিহাস


প্রতিষ্ঠানটি ১৯৭৩ ইং সনে ফোরকানিয়া মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে ১৯৮৪ ইং সালে মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশানুসারে আমিড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা হিসেবে রূপামতরিত হয়। পর্যায় ক্রমে ১৯৮৯/৯০ইং সনে দাখিল ৯ম ও ১০ম শ্রেণীর পাঠদানের অনুমতিসহ একাডেমিক অনুমতি লাভ করে এবং ১৯৯৪ সনে একাডেমিক স্বীকৃতি প্রাপ্ত হয়। ০১/০৭/১৯৯৪ ইং তারিখ হতে এমপিও ভূক্ত হয়।

শিক্ষার গুণগত মানোন্নয়ন সহ ফলাফল আরোও ভালো করার  এবং বিজ্ঞান শাখা খোলা সহ ডিজিটাল শ্রেণীকক্ষ রূপামতরের পরিকল্পনা আছে।